নেত্রকোণায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরে ক্ষুদ্র ব্যবসায়ী মো. মনিরুজ্জামান হৃদয় (২৬)কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের ওয়াইলপাড়া গ্রামে।

এ ঘটনায় আহতের স্ত্রী মোছা.পলি আক্তার সোমবার উপজেলার দক্ষিন বিশিউড়া ইউনিয়নের আধপুর গ্রামসহ একই এলাকার মুরাদ মিয়া,মো. রাজিব মিয়াসস অজ্ঞাত ৪-৫জনের নামে নেত্রকোনায় মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে,নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের আধপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. মনিরুজ্জামান হৃদয়ের সাথে দীর্ঘদিন ধরে পাশের পাবিয়াজোর গ্রামের মুরাদ মিয়া ও দাপুনিয়া গ্রামের রাজিব মিয়ার গ্রাম্য বিরোধ চলছিল।

শনিবার রাতে বাড়ি থেকে দুই বন্ধুকে নিয়ে মনিরুজ্জামান মোটরসাইকেলে করে আধপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় ওয়াইলপাড়া গ্রামে মোটরসাইকেল আটকিয়ে মনিরুজ্জামানকে নামিয়ে বেধরক মারপিট করে এবং রামদা দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে। এ সময় হৃদয়ের বন্ধু মো. মাহমুদুর রহমান সাগর এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও মারধর করে। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা চলে যায়। যাওয়ার সময় সুবিধেমত সময় পেলে মনিরুজ্জামানকে মেরে ফেলার হুমকি দেয়।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে রেফার করেন। মাহমুদুর রহমান সাগরকেও এ সময় চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আহত মনিরুজ্জামান হৃদয়ের স্ত্রী মোছা.পলি আক্তার গতকাল সোমবার মুরাদ মিয়া, রাজিব মিয়ার নাম উল্লেখ ও অজ্ঞাত ৪- ৫জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে,নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান,এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের আটকের চেষ্টা এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।