নেত্রকোণায় ভূমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সন্মেলন

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

নেত্রকোণা সংবাদদাতাঃ
নেত্রকোয় ভূমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের সাতপাই এলাকার নিজ বাসায় এই সংবাদ সন্মেলনের আয়োজন করে নেটে কোন পৌরসভার সাবেক কাউন্সিলর রহিমা আক্তার ও তার পরিবার।

এসময় রহিমা আক্তার জানান, শহরের কাটলি এলাকার বাসিন্দা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব হাবিবুর রহমানের স্ত্রী মদিনা আক্তার ও তার লোক জন নিয়ে দখলের উদ্দেশ্যে রহিমা আক্তারের বেড়া দেয়া ভূমিতে বালু ফেলতে শুরু করেন।

প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি প্রদান করে অভিযুক্ত মদিনা আক্তার। এঘটনায় স্বপরিবারে নিরাপত্তাহীনতায় ভূগছেন উল্লেখ করে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবী জানান রহিমা আক্তার।