নেত্রকোণায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানা
রাজীব সরকারঃ পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নেত্রকোণা শহরের পৌর সুপার মার্কেট ও কলমাকান্দার বরুয়াকোনা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকাল ও দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক উসমান গনি এই অভিযান পরিচালনা করেন।
এসময় অধিক দাম রাখা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ও নকল তামাকজাত পণ্য সংরক্ষণ ও বিপননের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর বিভিন্ন ধারায় ১৪হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী ও তামাকজাত পণ্য জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক উসমান গনি বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা হয়েছে এবং তা চলমান থাকবে।