নেত্রকোণায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

৪টি অভিযোগের তালাক ও সেপারেশনের মাধ্যমে দেনমোহর ও ভরণপোষণ বাবদ ১০ লক্ষ ১০ হাজার টাকা আদায় করে ভিক্টিমের হাতে তুলে দেওয়া হয়।

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ পালন উপলক্ষে নেত্রকোণায় সংবাদ সম্মেলন করেছে জেলা মহিলা পরিষদ।

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন শ্লোগানকে প্রতিপাদ্য করে শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় নেত্রকোণা পৌর শহরের অজহর রোডের নিউটাউনে পরিষদটির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরিষদের নেত্রকোণা জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকার সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি। আন্দোলন সম্পাদিকা সৈয়দা শামসুন্নাহার বিউটির সঞ্চালনায় এসময় জেলার বার্ষিক প্রতিবেদন পাঠ করেন পরিষদের জেলা সদস্য শরীফা অসীম বর্ষা।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদ এর সহ-সভাপতি সাফিয়া লায়েজ, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপ্রা সিংহ, প্রচার সম্পাদক নাদিয়া আক্তার ঝর্ণা, জেলা সদস্য শাম্মি খানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ সময় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস পালন উপলক্ষে নারী নির্যাতন বন্ধে মহিলা পরিষদের নানা কার্যক্রম তুলে ধরা হয়।

বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত মোট সরাসরি অভিযোগ পাওয়া যায় ৭২টি এর মধ্যে ১ বছরে ৩১টি অভিযোগের আইনি পরামর্শ ও ৩৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। এছাড়াও ৪টি অভিযোগের তালাক ও সেপারেশনের মাধ্যমে দেনমোহর ও ভরণপোষণ বাবদ ১০ লক্ষ ১০ হাজার টাকা আদায় করে ভিক্টিমের হাতে তুলে দেওয়া হয়। যারা বর্তমানে সুষ্ঠু ও স্বাভাবিক জীবন যাপন করছে বলেও জানা যায় এই প্রতিবেদনে।