নেত্রকোণায় মানবাধিকার দিবস, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সমাপনী ও আলোচনা সভা

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

শরীফা শহীদ বর্ষাঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ পালন উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা কার্যালয়ে ‘পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির নেত্রকোণা জেলা শাখা।

পরিষদের নেত্রকোণা জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকীর সভাপতিত্বে ও তরুনী সদস্য শরীফা শহীদ বর্ষা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক নেলী বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক উষা রানি, অর্থ বিষয়ক সম্পাদক আফরোজা চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফাহমিনা সুলতানা তোতার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশের সব শ্রেণি ও পেশাজীবি মানুষের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।

উল্লেখ যে, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন।