নেত্রকোণায় মৈমনসিংহ গীতিকা’র শতবর্ষ পালন
বিশেষ প্রতিনিধি :
নেত্রকোণায় মৈমনসিংহ গীতিকা’ র শতবর্ষ পালন করেছে ‘ঐতিহ্য নেত্রকোণা’ নামের সংগঠন।
শনিবার ( ৪ নভেম্বর ) বিকাল ৩টার দিকে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে মৈমনসিংহ-গীতিকা’র শতবর্ষ উপলক্ষে ‘ঐতিহ্য নেত্রকোণা’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ‘ঐতিহ্য নেত্রকোণা’ ‘ঐতিহ্য’ নামে একটি ষান্মাসিক সাহিত্য সাময়িকী প্রকাশ করে।
ঐতিহ্য নেত্রকোণার প্রধান সমন্বয়ক এড. এম এ হান্নান রঞ্জনের সভাপতিত্বে এবং ঐতিহ্য নেত্রকোণা’র সমন্বয়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিন্ময় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোণা’র উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির।
কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
স্বাগত বক্তব্য রাখেন ঐতিহ্য নেত্রকোণা’র সমন্বয়ক আনোয়ার জহির লিটন, মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভাষাচিন্তক ও উত্তর উপনিবেশিক তাত্ত্বিক ফয়েজ আলম, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিধান চন্দ্র মিত্র ও খরিচা উচ্চ বিদ্যালয় সদর ময়মনসিংহের সহকারী প্রধান শিক্ষক মো. চাঁন মিয়া ফকির, মূল প্রবন্দ ঐতিহ্য নেত্রকোণা’র যুগ্ম প্রধান সমন্বয়ক গবেষক লেখক সাহিত্যিক ও কবি এমদাদ খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, ঢাকা রিপোর্ট টুয়েন্টি ফোর এর সম্পাদক রাজু আহমেদ মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঐতিহ্য নেত্রকোণা’র সমন্বয়ক অধ্যাপক পূরবী সম্মানিত, রাখাল বিশ্বাস, শাহ মাহ্তাব ফকির, মোখলেসুর রহমান ভাসানী, রতীশ মজুমদার উজ্জ্বল, আনোয়ার জহির লিটন, শামীম তালুকদার, মো.হাবিবুর রহমান, সুস্থির সরকার, দেলোয়ার হোসেন মাসুদ, নেত্রকোণার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।