নেত্রকোণায় যত্রতত্র ইটভাটায় পরিবেশ বিপর্যয় ও করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোনায় যত্রতত্র ঘুরে ওঠা অবৈধ ইটভাটায় পরিবেশ বিপর্যয় ও করণীয় বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টায় সাকুয়া বাজারের আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের (এআরএফবি) হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটির যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং এআরএফবি, নেত্রকোনা।

সভায় নেত্রকোনা জেলার অবৈধ ইটভাটাগুলোর কারণে সৃষ্ট পরিবেশ বিপর্যয়, এসব ইটভাটার পরিবেশবান্ধব বিকল্প এবং ভাটাগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য পেশাগত বিকল্প ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়াও ইটভাটা পরিচালনার পরিবেশগত দিক ও আইনি বাধ্যবাধকতা নিয়েও বিশদ আলোচনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলওয়ার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম, ওমেন্স কর্নারের সভাপতি ফারহানা আক্তার নিলু, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, আদর্শ গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাকিম বিল্লা, নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি এম মুখেছুর রহমান খান, এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, সেরা প্রকল্পের সমন্বয়কারী আলী উসমান, বার্তা২৪.কম এর জেলা প্রতিনিধি মির্জা হৃদয় সাগর এবং এআরএফবি’র সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী।

আলোচনায় অংশগ্রহণকারীরা জেলার পরিবেশ রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।