নেত্রকোণায় রবি মৌসুমে ২৮হাজার ৩শ’ ৫২ হেক্টর জমিতে গম-সরিষাসহ বিভিন্ন ফসল আবাদের লক্ষ্যমাত্রা
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণক জেলায় রবি মৌসুমে ২৮ হাজার ৩৫২ হেক্টর জমিতে শাক সবজি, গম, আলু এবং বিভিন্ন জাতের ডালসহ অন্যান্য কৃষিজাত ফসল আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আর এ সমস্ত আবাদকৃত জমি থেকে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২০৭ টন।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবি মৌসুমে যে সমস্ত ফসল আবাদ করা হবে তার মধ্যে রয়েছে ৭৩৬ হেক্টর জমিতে গম, ৪৯১ হেক্টর জমিতে ভূট্টা, ২৪০৮ হেক্টর জমিতে আলু, ৭৪৭৫ হেক্টর জমিতে সব্জি, ১৩,১৫১ হেক্টর জমিতে সরিষা, ৪৬০ হেক্টর জমিতে চীনা বাদাম, ৫৮২ হেক্টর জমিতে মসুর ডালসহ বিভিন্ন জাতের ডাল, ৪৭৬ হেক্টর জমিতে পেঁয়াজ, ৪০৭ হেক্টর জমিতে রসুন এবং ১৫০১ হেক্টর জমিতে কাচা মরিচ।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুজ্জামান বলেন, এবার প্রতিটি ফসলের আবাদি জমির পরিমাণ গত মৌসুমের চেয়ে বেড়েছে। বিশেষ করে গম, আলু, সব্জি এবং মরিচ আবাদের জমি বেড়েছে। এবছর জেলায় বন্যা না হওয়ায় এবং গত বছর ভালো ফলন হওয়ায় এবার কৃষকরা আবাদ বাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে নেত্রকোণা সদর উপজেলা কয়েকটি গ্রাম এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষকরা আগাম জাতের লাউ, বিভিন্ন জাতের শাক এবং সব্জির আবাদ শুরু করেছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এক সময় নেত্রকোণায় প্রচুর পরিমান জমিতে ইক্ষুর চাষ হতো। কিন্তু এখন একেবারে কমে গেছে। এবার মাত্র ৯ হেক্টর জমিতে ইক্ষুর আবাদ হচ্ছে।
এব্যাপারে কৃষি বিভাগ জানায়, এখানে কোন চিনির মিল না থাকায় এবং ইক্ষু আবাদে কৃষকরা লাভবান হয় না বলেই তারা তা চাষ করে না।