নেত্রকোণায় রিয়াদ হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
কাওসার খান রনিঃ
নেত্রকোণার চাঞ্চলকর খায়রুল ইসলাম রিয়াদ হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুরে জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এই কর্মসুচির আয়োজন করে এলাকাবাসী।
প্রায় ঘন্টাব্যাপী চলা মানবন্ধনে বক্তব্য রাখেন, নিহত খায়রুলের মা রুকিয়া আক্তার, রিয়াদের স্ত্রী সুমি আক্তার, চল্লিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবু-উল মজিদসহ অন্যরা।
এসময় মানবন্ধনে উপন্থিত থাকা ছাত্র জনতা ও এলাকাবাসী আসামীদের দ্রুত ফাঁসির রায় ও তা কার্যকর করার দাবীতে বিক্ষোভ মিছিল করেন।
উউল্লেখ্য যে, গত ১৯ মে রবিবার নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের আবদুস ছাত্তারের সাথে পাশ্ববর্তী বামনীকোনা গ্রামের রাকেল মিয়ার লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। ঐ দিন দুপুরে বিরোধপূর্ন জমিতে সীমানা খুঁটি স্থাপন করতে গেলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খায়রুল ইসলাম রিয়াদসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহত রিয়াদের বাবা আব্দুল মোতালিব ঘটনার পর দিন নেত্রকোনা মডেল থানায় পাঁচ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। আসামীদের আটক ও দ্রুতবিচারের দাবি উঠে মানববন্ধন থেকে।