নেত্রকোণায় রূপালী মহিলা উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ
দিলওয়ার খানঃ
নেত্রকোণা রুপালী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ২১ জানুয়ারি মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
সদর উপজেলার ছোট গাড়া ও রৌহা ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, রূপালী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম সভাপতিত্বে শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংস্থার সভাপতি আসমা আক্তার সেতু উপস্থিত ছিলেন।