নেত্রকোণায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্টে জরিমানা
দিলওয়ার খানঃ
নেত্রকোণায় পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের নেত্রকোণা সাকুয়া বাজার এলাকায় ২১ এপ্রিল দুপুরে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ৬ টি ট্রাক চালককে ৬ মামলায় মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এছাড়াও এসময় নির্মাণ সামগ্রী অনাবৃতভাবে পরিবহনের দায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১নং ধারায় ইট পরিবহণকারী ১টি ট্রাককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন।
পরে শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার সাটানো হয় ।
নেত্রকোণা জেলার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবেও বলেন জানান নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ।