নেত্রকোণায় শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

একে এম এরশাদুল হক জনি:
সংগঠনকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী ও বেগবান করার লক্ষে নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ রা মার্চ) নেত্রকোনা সরকারি কলেজ রোডে শহীদ জিয়া স্মৃতি সংসদ নেত্রকোনা জেলা শাখার আহবায়ক শেখ একে এম শহীদুল হক ছোটনের সভাপতিত্বে যুগ্ন সদস্য সচিব মোঃ রেজাউল হক মামুন এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শাহাব উদ্দিন রিপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা হেদায়েত উল্লাহ রুমিন, বি আরেফিন খান টিটু, জেলা কমিটির সদস্য সচিব এডভোকেট মোস্তাফিজুর রহমান খান পন্নি, জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম, একে এম কামাল উদ্দিন তাং, ইফতেখার আহম্মেদ খান শামীম, মোঃ হাবিবুর রহমান, যুগ্ন সদস্য সচিব মোঃ আলী হায়দার, সম্মানিত সদস্য মোঃ মোমেন খান, মোঃ হাবিবুর রহমান আরজু আলোচনা সভা শেষে আগামী দিনে করনীয় বিভিন্ন কর্মপরিকল্পনা গৃহীত হয়।