নেত্রকোণায় শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতে মাঠে রয়েছে বিজিবি
সাইফুল আরিফ জুয়েলঃ
প্রথম ধাপে অনুষ্ঠিত নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতে স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে কাজ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের ৫ প্লাটুন ওই দুই উপজেলায় মোতায়েন রয়েছে। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বিজিবি সদস্যদের দুই উপজেলায় টহল দিতে দেখা গেছে। সম্ভাব্য ভোট পরবর্তী সহিংসতা বা যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় আগামী ১০ মে পর্যন্ত তাঁরা ওই দুই উপজেলায় অবস্থান করবেন।
ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে।
এদিকে রাস্তায় বিজিবি সদস্যদের ঢহল দেখে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরেছে। ফলে দূর দূরান্ত থেকে নারী – পুরুষ গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।
কলমাকান্দা উপজেলা নাজিরপুর এলাকার ভোটার আজহারুল ইসলাম জানান, ভোটের পরিবেশ খুবই শান্তিপূর্ণ। নির্ভয়ে নিশ্চিন্তে গ্রামের নারী পুরুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠে রয়েছে। এতে আমাদের সাধারণ ভোটারদের মধ্যে সাহস সঞ্চার হয়েছে।