নেত্রকোণায় শারদীয় দুর্গাৎসব উদযাপনে সংবাদ সম্মলন
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
“ধর্ম যার যার রাষ্ট্র সবার” এ শ্লোগানকে সামনে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও শাত্মিপূর্ণভাব আসন্ন শারদীয় দুর্গাৎসব উদযাপনর লক্ষ্যে সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের লক্ষ্যে নেত্রকেনায় সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়।
বাংলাদশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রট নেত্রকোনা জেলা শাখার উদ্যাগে জেলা প্রেসক্লাব মিলনায়তনে রোববার দুপুর এ সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রট ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিকের সভাপতিত্বে সন্মলনেবক্তব্য রাখন,জেলা প্রসক্লাব সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, বিএনপি নেতা গাজী তোফায়ল আহমেদ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা যুবদলর সাবক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা সেছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভাকট খালিদ সাইফুল্লাহ মুনা, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, বাংলাদশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জীবন ঘোষ, বাংলাদশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রট কেদ্রীয় মহাসচিব মানিক তালুকদার, সত্যদ্র পাল প্রমূখ।
এ সময় বক্তারা আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব সুহার্দ্য এবং শাত্মি পূর্ণ উদযাপন সকলর সহযাগিতা কামনা করন।