নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় মাদক বিরোধী আলোচনা সভা বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে নেত্রকোণা জেলা প্রশাসন ও নেত্রকোণা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন শ্লোগানকে প্রতিপাদ্য নিয়ে সিনিয়র শিক্ষক বিমল কান্তি তালুকদার এর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন।
আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন, পৌর সভার ৫ নং ওয়ার্ড কমিশনার হেলিম আহমেদ আলেচনা করেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত