নেত্রকোণায় শীতার্তদের মাঝে আশার কম্বল প্রদান
নিজস্ব প্রতিনিধিঃ দরিদ্র ও সুবিধা বঞ্চিত শীতার্ত লোকদের প্রদানের জন্য বেসরকারি সংস্থা আশা নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের নিকট ৫শত কম্বল প্রদান করেছেন।
বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেন আশার বিভাগীয় কর্মকর্তা আব্দুল্লাহ আল-হারুন।
এছাড়া ছিলেন আশার সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ, আঞ্চলিক ব্যবস্থাপক সৈয়দ আহাম্মদ, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ বুরহান উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার মামুন আহমেদ।
জেলা প্রশাসক জানান, আশা থেকে প্রাপ্ত কম্বলগুলো শীতার্ত দরিদ্রদের মাজে বিতরণ করা হবে।