নেত্রকোণায় সপ্তাহব্যাপী বই মেলা শুরু
এ কে এম আব্দুল্লাহ্ঃ
ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষ্যে সাধারণ গ্রন্থাগার, নেত্রকোনার উদ্যোগে শুক্রবার থেকে লাইব্রেরী চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বই মেলা।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় লাইব্রেরী চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এর সভাপতিত্বে চিন্ময় তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বই মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, অধ্যাপক মতীন্দ্র সরকার, লেখক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক কাস্টমস্ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদ, সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমী, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রয় সমিতি ঢাকা উত্তর এর সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য ও সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র প্রমুখ।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু তার বক্তব্যে বলেন, মেধা মননশীলতার বিকাশ, মানবিক মূল্যবোধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বই মেলার গুরুত্ব অপরীসীম। তিনি অভিভাবকদের নতুন প্রজন্মকে বেশী বেশী করে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান।
বই মেলায় বিভিন্ন প্রকাশনের ২০টি স্টল স্থান পেয়েছে। বই মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত।