নেত্রকোণায় সরকারের কাছে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
নেত্রকোণা সংবাদদাতাঃ
নেত্রকোণায় সরকারের কাছে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিচারপ্রার্থী দম্পতি। বুধবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের ছোটবাজার এলাকার নিজ বাসায় এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সন্মেলনে বিচার প্রত্যাশী সোহরাব উদ্দীন আকন্দ ও শাম্মি খান সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তারা জানান, ছোট বাজার এলাকায় নির্দিষ্ট চৌহদ্দি ও তফসিলে আদালত থেকে ভাড়াটিয়া উচ্ছেদ মামলায় ডিগ্রি জারী করা হয়।
এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের নাজির মহিউদ্দিন আহমেদ গায়ের জোরে ও অনৈতিকভাবে ভুল তফসিলে এই দম্পতির জায়গায় ভেকু দিয়ে সমস্ত স্থাপনা ভেঙে ফেলে। ডিগ্রি জারী দখলদারী কাজের সময় নাজির কে সাংবাদিকসহ আর অনেক তফসিল নিয়ে জানতে চাইলে নাজির কোন প্রশ্নের জবাব দেয়নি এবং আদালতের আদেশও প্রকাশ করেনি বলেও অভিযোগ করেন এই দম্পতি।
এসময় তারা আরও অভিযোগ করে বলেন, একজন নাইট গার্ড কোর্টের পিয়ন থেকে আজ নাজির হয়ে কোটি টাকার সম্পদের মালিক, শুধু এরকম দুর্নীতির কারনে।
শাম্মি খান বলেন, উচ্ছেদকৃত ভূমিরতে হাইকোর্টের ৬ মাসের ইনজেকশন জারী আছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া উচ্ছেদ মামলায় উল্লেখিত সীমানা এবং চিহ্নিত ৩টি ঘরের কোন যাচাই বাছাই না করে নাজির তার ইচ্ছেমত আমার সমস্ত জায়গায় স্থাপনা ভেঙে দেয়।
উল্লেখ্য যে ভাড়াটিয়া উচ্ছেদ মামলা তে ভেকু দিয়ে স্থাপনা ভাঙ্গার কোন রোলস নাই বা কোন নির্দেশ ছিল না। নাজির কোন পেপার ও দেখায়নি।
পরবর্তীতে আমার ভেঙ্গে দেওয়া জিনিস গুলোও আমাকে দেয়নি, ট্রাক দিয়ে তারা আমার যাবতীয় মালামাল নিয়ে যায়, আমি বাধা দিতে গেলে আমাকে আর আমার স্বামীকে আঘাত করে, তারপর আমরা নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা নেই।