নেত্রকোণায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর মতবিনিময়

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস এর সাথে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে নেত্রকোণা জেলা প্রশাসন।

নবাগত জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা প্রসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক এম. ফখরুল হক, দিলওয়ার খান, কবীর হোসেন চাঁন মিয়া, জালাল আহম্মেদ, চন্দন চক্রবর্তী, কামাল হোসাইন, আলপনা বেগম, আবুল কালামসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমি এসেছি নেত্রকোণার উন্নয়নের জন্য। আপনাদের সহযোগিতায় নেত্রকোণাকে যেন উন্নয়নের শিখরে নিতে পারি। একটি বৈষম্য হীন, পরিবর্তিত সমাজ ব্যাবস্থায় একটি নতুন নেত্রকোণা উপহার দিতে পারি। নেত্রকোণা ঐতিহ্য ও সংস্কৃতির জেলা, জেলায় সকলের সমন্বয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নেত্রকোণার উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে হবে। নেত্রকোণা আমার বহুবার আসা যাওয়ার জায়গা। নেত্রকোনাকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যাওয়ার জন্য সরকার আমাকে নিয়োগ প্রদান করেছেন।

এসময় তিনি তার সকল কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।