নেত্রকোণায় সিপিবি’র গণতন্ত্র অভিযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় সিপিবির উদ্যোগে গণতন্ত্র অভিযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা বাজার থেকে গণসংযোগ ও পদযাত্রা শুরু করে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ ও কর্মীরা।

এসময় তারা বিভিন্ন দাবি সম্বলিত লিফলেট বিতরণ করে। পরে বনোয়াপাড়া ও মোক্তারপাড়া ব্রীজের মোড়ে পথসভা করে।

সিপিবি জেলা সভাপতি কমরেড নলিনী কান্ত সরকারের সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলীর সদস্য মোস্তফা কামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা সহকারী সাধারণ সম্পাদক কোহিনূর বেগম, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হাসান, মঞ্জুরুল হক তালুকদার, জেলা সদস্য মৃত্যুঞ্জয় তালুকদার।

এছাড়াও এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি কৃষ্ণ বিশ্ব শর্মা, জেলা যুব ইউনিয়নের সভাপতি জয় কুমার দে পুলক, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েম প্রমুখ।

পথসভায় বক্তারা দেশের বর্তমান সময়ে নৈরাজ্য-বিশৃঙ্খলা-দখলদারিত্ব প্রতিহত এবং দ্রুত সময়ের মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যাবস্থায় রাজনৈতিক সরকারের গঠনের আহবান জানায়।