নেত্রকোণায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে বিজিবি’র ১২টি প্লাটুন

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেত্রকোনা জেলায় (বার) ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সুত্রে জানা গেছে , আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা ও নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তারা জেলার খালিয়াজুরীসহ  দুর্গম ও প্রত্যন্ত এলাকায় ঝুঁকি নিয়ে সুষ্ঠু সুন্দর ভাবে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, আমর্ড পুলিশ, আনসার ব্যাটালিয়ন, র‍্যাব, পুলিশ ও আনসার-ভিডিপির নির্বাচনী মাঠে তাদের কার্যপরিধি বণ্টন করা হয়।