জাহাঙ্গীর আলমঃ
নেত্রকোনা-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে ভাঙচুরের এ ঘটনা ঘটে। কার্যালয় ভাঙচুরের জন্য স্বতন্ত্রপ্রার্থী আরিফ খান জয় কাউকে দোষারোপ না করলেও এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
জানা গেছে, নেত্রকোনা জেলা সদরের সাতপাই নদীরপাড় এলাকায় ভাঙচুর করা হয় ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের অস্থায়ী নির্বাচনি কার্যালয়। বুধবার রাত ১২টার পর কোন এক সময় কার্যালয়ের চেয়ার টেবিল ও পোস্টার ছিঁড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা।
অভিযোগের বিষয়ে প্রার্থীর ভাই অমিত খান শুভ্র জানান, ‘আমাদের কেন্দ্র ভাঙচুর করা হয়েছে। আমি পুলিশকে বলেছি, আমাদের ঈগলের কেন্দ্র ভাঙচুরের সঙ্গে জড়িত যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তদন্ত করে তাদেরকে খুঁজে বের করা হোক।’
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম বলেন, ‘নির্বাচনি কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। আশেপাশের দুটি সিসি ক্যামেড়ার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি আরো বলেন,ঘটনার সাথে জড়িত সন্দেহে আনিছ নামে একজন আটক করা হয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত