নেত্রকোণায় স্বপ্ন-সদ্ধি গ্রন্থাগারে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নেজা ডেস্ক রিপোর্টঃ
গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি, শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারী) সদর উপজেলার বালী বাজার এলাকায় অবস্থিত স্বপ্ন-সদ্ধি গ্রন্থাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় শিক্ষানুরাগী মো: আলাউদ্দিন, মো: রফিকুজ্জামান বাবু, শাহ্ মো: ফরিদ উদ্দিন ফকির, মো: সদরুল আমীন কাজল, সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসা: রুবিনা আক্তার বীনা, মৌজেবালী শহীদিয়া আলিম মাদরাসা সহ স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ, অত্র এলাকার যুবক ও সচেতন নাগরিক সমাজ।
গ্রন্থাগারের সাবেক পরিচালক মাজহারুল ইসলাম রুমেন এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, গ্রন্থাগারটির সভাপতি তপন আহম্মেদ, সহ-সভাপতি রুহুল আমীন রহমত, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জুয়েল মিয়া, লাইব্রেরীয়ান মোঃ সোহেল মিয়া, সম্মানিত সদস্য রুহুল আমীন বিপুল, নির্মল সরকারসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।