নেজা ডেস্ক রিপোর্টঃ
"সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার" —এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা সদর উপজেলার বালী এলাকায় অবস্থিত স্বপ্ন সন্ধি গ্রন্থাগারের উদ্যোগে উদযাপিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এক বর্ণাঢ্য র্যালি, সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম রুমেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খান, বিশিষ্ট সমাজসেবক মো. অলি উল্লাহ, শিক্ষানুরাগী মো. তায়াজুল ইসলাম ইলিয়াছ, মো. আব্দুল হেলিম, শিক্ষক মো. শফিকুল ইসলাম, মো. রুহুল আমিন বিপুল, মো. রহমত উল্লাহ, মো. শাহ আলম, মো. খোকন মিয়া, মো. জুয়েল জেপি ও মো. সোহেল মিয়া।
অনুষ্ঠানে বক্তারা গ্রন্থাগারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "নিজেকে জানতে ও বিশ্বকে বুঝতে বইয়ের বিকল্প নেই। গ্রন্থাগার হলো সমাজের আলোকবর্তিকা, যা মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে।" তাঁরা যুব সমাজকে বই পড়ার প্রতি আগ্রহী হতে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য জ্ঞানচর্চার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে গ্রন্থাগার উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, আবৃত্তি ও নৃত্যসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
স্বপ্ন সন্ধি গ্রন্থাগারের এ আয়োজন স্থানীয়দের মধ্যে গ্রন্থাগার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান সংশ্লিষ্টদের।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত