নেত্রকোণায় ১৭ হাজার ৩ শত ৯৫ কেজি ভারতীয় চিনিসহ গ্ৰেফতার- ৫

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় ৩৫৫ বস্তা ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারিকে গ্ৰেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের সদর উপজেলার মদনপুর ইউনিয়নের চন্দনকান্দী বাজারে এসব মালামাল জব্দ করে মডেল থানার এসআই মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল।

এসময় আটককৃত পাচারকারী সদস্যরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলার শতাল গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোঃ দ্বীন ইসলাম, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রায়পাশা গ্রামের আঃ আজিজের ছেলে সুমন মিয়া, নেত্রকোণা সদর উপজেলার আমতলা গ্রামের সবুজ মিয়ার ছেলে আকাশ মিয়া, কলাইয়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ রাসেল মিয়া।

এসময় তাদের হেফাজতে থাকা একটি ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৬-৭৭৫৬) এবং একটি রেজিস্ট্রেশন বিহীন পিকআপসহ এসব তল্লাশী করে ৩৫৫ টি প্লাষ্টিকের বস্তায় মোট ১৭ হাজার ৩শত ৯৫ কেজি ভারতীয় চিনি উদ্ধার করে জব্দ করা হয়।

আটক চোরাকারবারীদের জিজ্ঞাসাবাদে তারা জানান, নেত্রকোণা কলমাকান্দা সীমান্ত এলাকা হইতে চোরাচালানের মাধ্যমে চিনিগুলি এনে কিশোরগঞ্জ নিয়ে যাচ্ছিল।

নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নেত্রকোনা জেলায় চোরাচালান নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।