নেত্রকোণায় ২৭ বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক
এ কে এম আব্দুল্লাহ্ঃ
নেত্রকোনা মডেল থানা পুলিশ চল্লিশাকান্দা নামক স্থানে শুক্রবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম (বিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার এস আই ফরিদ আহমেদের নেতৃত্বে একটি টিম শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে কাইলাটী ইউনিয়নের চল্লিশাকান্দা থেকে পারলা বিজিবি ক্যাম্পগামী সড়কের চল্লিশাকান্দা নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে একটি অটো থামিয়ে সেখানে তল্লাশী করে। তল্লাশী কালে অটো গাড়ীর সীটের পিছনের অংশে খালী জায়গায় অভিনব কায়দায় রাখা ২৭ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বৈঠাখালী গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আইয়ুব আলী (৩২) ও বামনগাঁও গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র রুহুল আমীনকে (৩৩) আটক এবং মাদক পরিবহনের সাথে জড়িত থাকার দায়ে অটো গাড়ীটিও জব্দ করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।