নেত্রকোণায় ৪০ ইটভাটার মধ্যে ছাড়পত্র আছে ৪ টির, ১টি অবৈধ ভাটা ধ্বংস

প্রকাশিত: ৭:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় ৪০টি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালিয়ে যাওয়ায় একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২২ জানুয়ারি) জেলার কেন্দুয়ার ভগবতীপুরে অবস্থিত মেসার্স ঢাকা ব্রিকস নামক ইটভাটাটি ধ্বংস করা হয়।

জানা যায়, নেত্রকোণা জেলার ৩১ টি ইটভাটার বিরুদ্ধে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ) মামলা দায়ের করায় মামলার আদেশ বাস্তবায়নে এই ভাটা ধ্বংস করা হয়।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর এর নেতৃত্ব এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ জেলার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

সহকারি পরিচালক আবু সাঈদ জানান, নেত্রকোণা যেসকল ইটভাটার ছাড়পত্র ছিল না তাদেরকে কার্যক্রম বন্ধ রাখার জন্য চিঠি দেয়া হয়। কিন্তু আইন বহির্ভূতভাবে ভাটা চালানোর কারণে নেত্রকোণা পরিবেশ অধিদপ্তর জেলা জজ কোর্টে মামলা দায়ের করে। মামলার রায় অধিদপ্তরের পক্ষে আসে।

তিনি আরও জানান, অনেকে আবার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে তা নিস্পত্তি হওয়ার পরই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, জেলায় স্থাপিত ৪০টি ইট ভাটার মধ্যে মাত্র ৪ টি ইটভাটার ছাড়পত্র রয়েছে।

জানা যায়, ৩১ টি ইটভাটার বিরুদ্ধে মামলা রয়েছে। এর মধ্যে ২৪টির রায় হয়। বাকিগুলোর রায় এখনো হয়নি। এই ২৪টি রায়ের বিরুদ্ধে কয়েকটি আপিল করেছে। আদালতের আদেশ বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।