নেত্রকোণায় ৫০০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যথাযথ ধারায় মামলা রুজু ও বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন
নেজা ডেস্ক রিপোর্ট :
নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী(নাগালা) গ্রামের মৃত দুলালের ছেলে মোঃ আরিফ (২৪) ও যশোরের অভায়নগর উপজেলার শ্রীদারপুর এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ(৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ওসি, ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহনূর আলম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) সঞ্জয় সরকার, এএসআই (নিঃ) মোঃ মফিজুল হক এবং সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোণা পৌরসভার ০৯ নং ওয়ার্ড এর পারলা ঢাকা বাসস্ট্যান্ড হোটেল আপ্যায়ন এর সামনে নেত্রকোনা টু ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর হইতে তাদের আটক করে। পরে তাদের তল্লাশী করে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যথাযথ ধারায় মামলা রুজু ও বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।