নেত্রকোণায় ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ ওসি আবুল কালাম

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৪

এ কে এম আব্দুল্লাহ:
নেত্রকোণা জেলায় এবার ৬ষ্ট বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ সভায় মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, চোরাচালান নিরোধ, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, সর্বোপরি অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়।

অপরদিকে একই থানার সেকেন্ড অফিসার (এস আই) ফরিদ আহমেদ শ্রেষ্ঠ (এস আই) ও বেষ্ট ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নির্বাচিত হয়েছেন এ এস আই সুবেন কুমার নন্দী।

পরে নেত্রকোণা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ (ওসি), এস আই ও এ এস আই তিন জনের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ (পিপিএম সেবা)।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর- রশিদ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, বারহাট্টা সার্কেল সুমন কুমার দাস, খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মোঃ আক্কাস আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম (পিপিএম) জানান, “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই বিষয়কে সর্বাধিক গুরুত্বারোপ করে ও পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণকে উত্তম সেবা নিশ্চিত করতে আমি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। যে কোন পুরষ্কার প্রাপ্তি ভালো কাজের প্রতি সব সময় অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মুল্যায়ন আছে। তাই আজ ৬ষ্ট বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি।