লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের মাসকা বাজারের সন্নিকটে সোমবার বিকালে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে খোরশেদা বেগম (৬০) নামে এক নারীর মৃৃত্যু হয়েছে। নিহত খোরশেদা বেগম কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের হযরত আলী স্ত্রী।
নিহত খোরশেদা বেগম ছেলে মোঃ হান্নান মিয়া সাংবাদিকদের জানান, তাঁর মা রবিবার মেয়ের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। আজ সোমবার বিকালে মেয়ের বাড়ী থেকে ইজিবাইকে উঠে নিজ বাড়ীতে ফিরছিলেন। ফেরার পথে মাসকা বাজারের পাশে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক খোরশেদা বেগমকে মৃত ঘোষনা করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের সাথে সন্ধ্যার পর যোগাযোগ করা হলে তিনি ট্রাক-ইজিবাকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত