নেত্রকোণার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন বনানী বিশ্বাস

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনার নতুন জেলা প্রশাসক হিসেবে গতকাল যোগদান করেছেন বনানী বিশ্বাস। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাস কে নেত্রকোণা জেলা প্রশাসক (ডিসি) হিসাবে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

নেত্রকোনার বিদায়ী জেলা প্রশাসক শাহেদ পারভেজ কে সমাজসেবা অধিদপ্তেরের পরিচালক পদে বদলি করা হয়েছে ।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে।

উক্ত প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষর করেছেন। এর আগে ৩৪ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। সেই সঙ্গে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়ন করা হয়।সোমবার নেত্রকোনা, ঢাকা, সিলেট, বগুড়া, গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। শেখ হাসিনার সরকার পতনের পর গত ২০ আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। তার কয়েকদিনের মধ্যে মোট ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। বনানী বিশ্বাস এক সময় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন বলে অফিস সুত্র থেকে জানাযায়।