নেত্রকোণার পূর্বধলায় আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ড. নাদিয়া’র পথসভা
একে এম এরশাদুল হক জনিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা – ৫ (পূর্বধলা) আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী পূর্বধলার কৃতি সন্তান ড. নাদিয়া বিনতে আমিনের (সিআইপি) পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকালে পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শালদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ পথসভার আয়োজন করে।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন (এফবিসিসিআই) এর সাবেক পরিচালক বিশিষ্ট নারী উদ্যোক্তা ড. নাদিয়া বিনতে আমিন সিআইপি।
ধলামূলগাও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আবু সিদ্দিক আহমেদ ইউনিয়ন যুবলীগ সভাপতি লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের নেত্রকোণা জোন ইনচার্জ ও ঠাকুরাকোণা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুম হাসান জামাল, ধলামূলগাও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, পূর্বধলা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, ধলামূগাও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, ছাত্রলীগ নেতা মো: শহিদুল ইসলাম মামুনসহ ইউনিয়ন আওয়ামীলীগের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভা শেষে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পথচারী ও বাজারের বিভিন্ন দোকানে দোকানে লিপলেট বিতরন করেন ড. নাদিয়া বিনতে আমিন।