নেত্রকোণার পূর্বধলায় নারী মাদক ব্যবসায়ী আটক
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় সোয়া সাতটার দিকে তার নিজের বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটকককৃত মাদক কারবারির নাম মোছাঃ মদিনা খাতুন (২৮)। সে উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামের আল আমিনের স্ত্রী।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদিনা খাতুনকে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।