
বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোণার পৌর শহরের বাহিরছাপড়া এলাকা থেকে সাফায়াত উল্লাহ (৩৩) নামের এক মৎসশ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। নিহত সাফায়াত উল্লাহ পৌর শহরের বালুয়াখালী খালপাড় এলাকার ওমর আলীর ছেলে। সে নিজ এলাকায় অন্যের পুকুরে মাছের পরিচর্যা করতো।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সাফায়াত তার নিজ বাড়ী থেকে বের হয়। পরে সে আর রাতে বাসায় ফেরেনি। রোববার সকালে শহরের বাহিরছাপড়া এলাকার একটি পরিত্যাক্ত অটো রাইস মিলের পিছনে একটি গাছের নিচে সাফায়াতের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
এ ব্যাপারে নেত্রকোণা পুলিশের পরিদর্শক (এস আই) আলমগীর জানায়, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে এটা হত্যাকান্ড। সাফায়াতকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।