নেত্রকোণার বাগড়ায় ট্রাক মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
প্রতিকী ছবি

এ কে এম আব্দুল্লাহঃ
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বাগড়া নামক স্থানে গতকাল শুক্রবার রাতে ট্রাক মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক তানভীর রানা শুভ (৩০) নামক এক ব্যাক্তি নিহত হয়েছে।

নিহত শুভ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল হাইয়ের পুত্র।

নিহতের স্বজন ও হাইওয়ে পুলিলের এস আই আব্দুল আজিজ জানায়, শুভ গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহে ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরার পথে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে ৯টার দিকে পৌঁছলে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক শুভ মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।