নেত্রকোণার মদনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪
প্রতিকি ছবি

এ কে এম আব্দুল্লাহ:
নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জঙ্গল টেঙ্গা গ্রামে শুক্রবার বিকালে পুকুরের পানিতে ডুবে তানিসা আক্তার নামক এক বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গল টেঙ্গা গ্রামের কাওসার মিয়ার কন্যা তানিসা শুক্রবার বিকাল ৪টা দিকে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় শিশুটির বাবা অন্যত্র ছিল এবং মা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। খেলা করার এক পর্যায়ে শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ীর পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর এসে মা তার শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি করতে থাকে এবং ডাক চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা ছুটে আসে।

পরে সকলে মিলে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।