মোহনগঞ্জ সংবাদদাতাঃ
নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনে নীচে কাটা পরে ইয়াসিন আরাফাত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মোহনগঞ্জ স্টেশনের পশ্চিমে কাজিয়াটি এলাকায়।
ইয়াসিন আরাফাত মোহনগঞ্জ পৌর শহরের রাউৎপাড়া এলাকার সাইদুজ্জামান বাবুলের ছেলে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফজলুর রহমান বলেন, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি সকাল ৮:৪০ মিনিটের দিকে মোহনগঞ্জ স্টেশনে প্রবেশের আগে কাজিয়াটি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আরাফাত। এতে তার দুই পা উরু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।
তাকে দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে শ্যামগঞ্জ এলাকায় ১১টার দিকে তার মৃত্যু হয়।তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত