নেত্রকোণার ১০ উপজেলায় ৮৬টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও নির্বাচনী এলাকার নাম
নেজা ডেস্ক রিপোর্টঃ
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ধনসম্পদে পরিপূর্ণ একটি জনপদের নাম নেত্রকোণা। এর আয়তন ২,৮১০ বর্গ কিঃ মিঃ। বিজিবির সীমান্তফাঁড়ি ০৮ টি।
যোগাযোগ ব্যবস্থাঃ রেল পথের দৈর্ঘ্য ৬৫ কি. মি., সড়ক পথ (পাকা সড়ক) ৫৬৬ কিঃ মিঃ, কাঁচা সড়কঃ ১৬৬০ কিঃ মিঃ, নদী পথ ২০০ নটিক্যাল মাইল (প্রায়)
সড়কপথঃ নেত্রকোণো থেকে ঢাকার দূরত্ব প্রায় ১৬২ কিঃ মিঃ (নেত্রকোণা-ময়মনসিংহ-ঢাকা)। খালিয়াজুরি উপজেলা সদর ব্যতীত অন্যান্য সকল উপজেলা সদর থেকে ঢাকার সাথে সরাসরি বাস সার্ভিস চালু আছে।
রেলপথঃ প্রায় ১৮৩ কিঃ মিঃ। ৩০আগষ্ট ২০১৩ হতে ‘হাওড় এক্সপ্রেস’ নামে ঢাকা-মোহনগঞ্জ ভায়া নেত্রকোণা রুটে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয়েছে। তবে পূর্ব হতেই মোহনগঞ্জ- নেত্রকোণা- ময়মনসিংহ- ঢাকা রুটে মেইল ট্রেন সার্ভিস চালু আছে। এছাড়া প্রতিদিন ময়মনসিংহ-মোহনগঞ্জ ভায়া নেত্রকোণা রুটে ২টি লোকাল ট্রেন সার্ভিস চালু আছে।
দর্শনীয় স্থানঃ বিজয়পুর পাহাড়ে চিনামাটির নৈসর্গিক দৃশ্য, দূর্গাপুর। টংক আন্দোলনের স্মৃতিসৌধ, দূর্গাপুর।রাণীখং মিশন টিলাতে ক্যাথলিক গির্জা, দূর্গাপুর।বিরিশিরি কালচারাল একাডেমী, দূর্গাপুর। কমলা রাণীর দীঘি, দূর্গাপুর। কথিত নইদ্যা ঠাকুরের ভিটা, দূর্গাপুর।রাশমণি স্মৃতি সৌধ, দূর্গাপুর। লেগুরা, চেংটি, গোবিন্দপুরের পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, কলমকাকান্দা।সাত শহীদের মাজার, কলমকাকান্দা। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমী (রাঃ)-এঁর মাজার শরীফ, নেত্রকোণা সদর। রোয়াইলবাড়ীর পুরার্কীতি, কেন্দুয়া। ইত্যাদি।
আজ আমরা জানবো এই জেলার ১০ টি উপজেলা, ৮৬টি ইউনিয়ন ও ৫টি পৌরসভা ও ৫টি নির্বাচনী এলাকার নাম। এ জেলায় মোট ১৯৬৭টি মৌজা, ২২৯৯টি গ্রাম। তাহলে শুরু করা যাক।
নির্বাচনী এলাকাঃ নেত্রকোণা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জাতীয় সংসদের ১৫৭নং আসন। নেত্রকোণা-১ আসনটি নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত।
নেত্রকোণা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ১৫৮নং আসন। আসনটি নেত্রকোণা জেলার নেত্রকোণা সদর উপজেলা ও বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত।
নেত্রকোণা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ১৫৯নং আসন। আসনটি জেলার আটপাড়া উপজেলা ও কেন্দুয়া উপজেলা নিয়ে গঠিত।
নেত্রকোণা-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ১৬০নং আসন। আসনটি জেলার মোহনগঞ্জ, খালিয়াজুরী ও মদন উপজেলা নিয়ে গঠিত।
নেত্রকোণা-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ১৬১নং আসন। আসনটি জেলার পূর্বধলা উপজেলার ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত।
প্রিয় পাঠক, এবার আসুন জেনে নিই নেত্রকোণার পাঁচটি পৌরসভার নাম। যথা- ১.নেত্রকোণা, ২.মোহনগঞ্জ, ৩.দূর্গাপুর, ৪. কেন্দুয়া, ও ৫.মদন।
♦আটপাড়া উপজেলাঃ আটপাড়ায় ৭টি ইউনিয়ন রয়েছে। যথা-
০১. বানিয়াজান ইউনিয়ন,
০২. শুনুই ইউনিয়ন,
০৩. স্বরমুশিয়া ইউনিয়ন,
০৪. সুখারী ইউনিয়ন,
০৫. তেলিগাতি ইউনিয়ন,
০৬. লুনেরশ্বর ইউনিয়ন,
০৭. দোয়জ ইউনিয়।
♦কলমাকান্দা উপজেলাঃ এ উপজেলায় ৮টি ইউনিয়ন রয়েছে। যথা-
০১. কলমাকান্দা ইউনিয়ন,
০২. নাজিরপুর ইউনিয়ন,
০৩. লেঙ্গুরা ইউনিয়ন,
০৪. রংছাতি ইউনিয়ন,
০৫. কৈলাটি ইউনিয়ন,
০৬. খারনৈ ইউনিয়ন,
০৭. পোগলা ইউনিয়ন,
০৮. বরখাপন ইউনিয়ন।
♦কেন্দুয়া উপজেলাঃ কেন্দুয়ায় ইউনিয়ন রয়েছে ১৩টি।
০১. আশুজিয়া ইউনিয়ন,
০২. দল্পা ইউনিয়ন,
০৩. গড়াডোবা ইউনিয়ন,
০৪. গন্ডা ইউনিয়ন,
০৫. সান্দিকোণা ইউনিয়ন,
০৬. মাসকা ইউনিয়ন,
০৭. বলাইশিমূল ইউনিয়ন,
০৮. নওপাড়া ইউনিয়ন,
০৯. কান্দিউড়া ইউনিয়ন,
১০. চিরাং বাজার ইউনিয়ন,
১১. রোয়াইলবাড়ী ইউনিয়ন,
১২. পাইকুড়া ইউনিয়ন,
১৩. মোজাফরপুর ইউনিয়ন।
♦খালিয়াজুড়ি উপজেলাঃ এখানে ৬টি ইউনিয়ন রয়েছে।
০১. মেন্দিপুর ইউনিয়ন,
০২. চাকুয়া ইউনিয়ন,
০৩. খালিয়াজুরী ইউনিয়ন,
০৪. নগর ইউনিয়ন,
০৫. কৃষ্ণপুর ইউনিয়ন,
০৬. গাজীপুর ইউনিয়ন।
♦দুর্গাপুর উপজেলাঃ– এখানে ৭টি ইউনিয়ন রয়েছে।
০১. কুল্লাগড়া ইউনিয়ন,
০২. দুর্গাপুর ইউনিয়ন,
০৩. চন্ডিগড় ইউনিয়ন,
০৪. বিরিশিরি ইউনিয়ন,
০৫. বাকলজোরা ইউনিয়ন
০৬. কাকৈরগড়া ইউনিয়ন,
০৭. গাঁওকান্দিয়া ইউনিয়ন।
♦নেত্রকোণা সদর উপজেলাঃ এখানে ১২টি ইউনিয়ন।
০১. মৌগাতি ইউনিয়ন,
০২. মেদনী ইউনিয়ন,
০৩. ঠাকুরাকোণা ইউনিয়ন,
০৪. রৌহা ইউনিয়ন,
০৫. চল্লিশা ইউনিয়ন,
০৬. আমতলা ইউনিয়ন,
০৭. কাইলাটি ইউনিয়ন,
০৮. লক্ষীগঞ্জ ইউনিয়ন,
০৯. দক্ষিণ বিশিউরা ইউনিয়ন,
১০. মদনপুর ইউনিয়ন,
১১. কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন,
১২. সিংহের বাংলা ইউনিয়ন।।
♦পূর্বধলা উপজেলাঃ মোট ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা।
০১. বৈরাটি ইউনিয়ন,
০২. জারিয়া ইউনিয়ন,
০৩. আগিয়া ইউনিয়ন,
০৪. বিশকাকুনি ইউনিয়ন,
০৫. খলিশাউড় ইউনিয়ন,
০৬. গোহালাকান্দা ইউনিয়ন,
০৭. নারান্দিয়া ইউনিয়ন,
০৮. হোগলা ইউনিয়ন,
০৯. ঘাগড়া ইউনিয়ন,
১০. পূর্বধলা ইউনিয়ন,
১১. ধলামুলগাঁও ইউনিয়ন।
♦বারহাট্টা উপজেলাঃ–
০১. বাউসী ইউনিয়ন,
০২. সাহতা ইউনিয়ন,
০৩. বারহাট্টা ইউনিয়ন,
০৪. আসমা ইউনিয়ন,
০৫. চিরাম ইউনিয়ন,
০৬. সিংধা ইউনিয়ন,
০৭. রায়পুর ইউনিয়ন।।
♦মদন উপজেলাঃ–
০১. মদন ইউনিয়ন,
০২. গোবিন্দশ্রী ইউনিয়ন,
০৩. তিয়শ্রী ইউনিয়ন,
০৪. মাঘান ইউনিয়ন,
০৫. ফতেপুর ইউনিয়ন,
০৬. চানগাঁও ইউনিয়ন,
০৭. নায়েকপুর ইউনিয়ন,
০৮. কাইটাইল ইউনিয়ন।।
♦মোহনগঞ্জ উপজেলাঃ-
০১. বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন,
০২. বড়তলী বানিয়াহারী ইউনিয়ন,
০৩. তেতুলিয়া ইউনিয়ন,
০৪. মাঘান সিয়াধার ইউনিয়ন,
০৫. সমাজ সহিলদেও ইউনিয়ন,
০৬. সুয়াইর ইউনিয়ন,
০৭. গাগলাজুর ইউনিয়ন!
জানিয়ে দিন আপনি কোন ইউনিয়নের!