
বিশেষ প্রতিনিধি:
নেত্রকোণা জেলার অন্যতম বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীণ বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় পৌর শহরে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গনে ৬ষ্ঠ শ্রেণির নবীণ ছাত্রদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
অন্যদিকে এইদিন বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাসিম উদ্দিন এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে এসময় জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাকবৃন্দ। এসময় বিদ্যালয়ের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অভিভাক ও শিক্ষকবৃন্দ।