
নেজা ডেস্ক রিপোর্ট :
শেষ হলো আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণায় তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
সোমবার (৬ মার্চ) সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিম উদ্দিন ও চৌধুরী ইভানা ইলিয়াস এঁর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আকলিমা খাতুন এঁর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল।
দিনব্যাপী ছাত্রদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের দিবা ও প্রভাতী শাখার শিক্ষকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন আঙ্গিকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক আকলিমা খাতুন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন এবং ১ মার্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ও অভিভাবকবৃন্দ।