
নেজা ডেস্ক রিপোর্ট :
পূর্ব মইনপুর, নেত্রকোণার এস পাঠান এ হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসলামী সম্মেলন- ২০২২ আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২ টা হতে শুরু হবে মরহুম হাজী ছন্দু মিয়ার পুরাতন ইটখলা ময়দানে।
মাহফিলে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আশরাফ আলী খান খসরু, এম.পি, প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, মেয়র, নেত্রকোণা পৌরসভা।
মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে ওয়াজ নছিহত পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা নূরুল ইসলাম অলিপুরী সাহেব, হবিগঞ্জ।
এছাড়াও অন্যান্যের মধ্যে ওয়াজ নছিহত পেশ করবেন আল্লামা নজরুল ইসলাম কাসেমী, ঢাকা, আল্লামা আব্দুল বাছেত খান সাহেব, সিরাজগঞ্জ, আল্লামা হাসান জামিল সাহেব, ঢাকা, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ঢাকা, আল্লামা সিরাজুল ইসলাম মীরপুরী সাহেব, হবিগঞ্জ, হযরত মাওলানা মুফতী ওয়ালি উল্লাহ্ সাহেব, ঢাকা, হাফেজ মাওলানা মুফতী আব্দুল হক সাহেব, হযরত মাওলানা মুফতী সালমান ফারসী সাহেব, ঢাকা
উক্ত দ্বীনি মাহফিলে আপনারা সবান্ধব আমন্ত্রিত। বিঃদ্রঃ [মহিলাদের বসার ব্যবস্থা থাকবে।]