
নেজা ডেস্ক রিপোর্ট :
নেত্রকোণায় বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে মূল্যতালিকা প্রদর্শন না করা, ছাগলের মাংসকে খাসি বলে বিক্রি করায় অর্থদন্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে মেছুয়া বাজারে নেত্রকোণা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান চলে।
এসময় বাজার মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খান ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ওসমান গনী।
অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা, ছাগলের মাংসকে খাসি বলে বিক্রি করাসহ ০৭ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আবদুল হক ও নেত্রকোনা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, জেলা পুলিশ লাইন্স এর একটি চৌকস টিম।
অভিযানে কাচাবাজার, মুরগীর দোকান, গরুর মাংসের দোকান, খাসির মাংসের দোকান, ডিমের দোকান, ফলের দোকান মনিটরিং করা হয়। পাশাপাশি ব্যাবসায়ীদের পাকা রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।