নেত্রকোণা প্রতিনিধিঃ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে নেত্রকোণায় সাইকেল র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনের সড়কে সাইকেল র্যালীটি উদ্ধোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান। পরে বর্নাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে নেত্রকোণা ডায়াবেটিক হাসপাতালের হলরুমে এক আলোচনা সভায় অংশ নেয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় নেত্রকোণা ডায়াবেটিক সমিতির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নারী সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী। ডায়াবেটিক সমিতির সভাপতি মতিয়র রহমান খান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, এএসপি মোরশেদা খাতুনসহ অন্যরা। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের চক্ষু সেবা দিতে নেত্রকোণা ডায়াবেটিক হাসপাতালে বিভিন্ন ধরনের সহায়তা করে যাচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল। এর মাধ্যমে নেত্রকোণার দৃষ্টি প্রতিবন্ধীসহ চোখের যেকোন সেবা পাবেন নেত্রকোণাবাসী।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]