
নেজা ডেস্ক রিপোর্ট :
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোণায় উদযাপিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন।
পরে একে একে আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিএনপিসহবিভিন্ন রাজনৈতিক দল, নেত্রকোণা জেলা প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও নানা শ্রেনী পেশার মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে সকালে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে পুলিশ, আনসার, বিএনসিসিসহ বিভিন্ন স্কুল ও শিশু কিশোর সংগঠনের কুজকাওয়াজ শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন শেষে পুরস্কার বিতরণ করা হয়।