জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭১ তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনা জেলা আওযামী যুবলীগের সভাপতি প্রার্থী ও টিম নৌকার প্রধান সমন্বয়ক একে.এম আজহারুল ইসলাম অরুন ও যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম জামি খান এর নেতৃত্বে এক দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচিতে পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুর ২ টার দিকে নেত্রকোণার সাতপাই পৌর শ্রমিকলীগের দলীয় কার্যালয়ে প্রায় ২৫০ নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মন্দির এবং বিদ্যালয়ে শেখ কামালের স্বরণে বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জামিউল ইসলাম খান জামি এবং জেলা যুবলীগ নেতা এ কে এম আজহারুল ইসলাম অরুণসহ জেলা, উপজেলা এবং পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় জামিউল ইসলাম খান জামি উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আমরা জেলা যুবলীগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা তা সকল নেতা কর্মীদের নিয়ে পালন করব।পাশাপাশি জেলা আওয়ামিলীগের যা যা কর্মসূচি রয়েছে সেগুলোতেও অংশ গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]