নেজা ডেস্ক রিপোর্ট :
নেত্রকোণায় মডেল থানা ও সদর পুলিশ ফাঁড়ির মাদক বিরুধী বিশেষ অভিযানে ১৭২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) ভোরে নেত্রকোণা মডেল থানাধীন কুরপাড় তিতাস গ্যাস অফিসের সামনে থেকে ইয়াবাসহ মেহেদী হাসান পরাগকে (৩২) আটক করে। পরাগ বারহাট্টা বাজার এলাকার আঃ কাদের এর ছেলে।
এছাড়াও নেত্রকোণা মডেল থানার অপর একটি টীম ঠাকুরাকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি চোরাই গরু সহ ৪ গরুচোরকে আটক করে।
আটককৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার চারুলিয়া মাইজপারা গ্রামের আজিজুল ইসলামের ছেলে লিটন মিয়া, ধীতপুর সনুই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শাহিন মিয়া, গঙ্গানগর গ্রামের রহমত আলীর ছেলে শফিকুল ইসলাম, নেত্রকোণা থানার ধারিয়া গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ সম্রাট।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদক মুক্তকরন ও চুরি প্রতিরোধে নেত্রকোণা মডেল থানা পুলিশ সদা তৎপর আছে। এসময় তিনি মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]