
নেজা ডেস্ক রিপোর্ট:
নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের মহিষাটি শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আতাউর রহমান হিল্লোল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মোঃ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি স্কুলের আয়োজনে প্রসংশা করে এবং কোমলমতি শিক্ষার্থীদের জন্য এমন আয়োজনে সহযোগী এলাকাবাসীকে ধন্যবাদ জানান। মানসম্মত শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিসহ অন্যান্য দিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান তিনি।