একে এম এরশাদুল হক জনি:
নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড়গাড়ায় উৎসব মূখুর পরিবেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে নতুন বাজার প্রাঙ্গনে প্রায় ৭০০ হত দরিদ্রের মাঝে কম্বল বিতরণ করে বড়গাড়া যুব উন্নয়ন কল্যাণ সংঘ ।
এ সময় বড়গাড়া যুব উন্নয়ন কল্যাণ সংঘের সভাপতি মোঃ আল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক এস এম আরিফুল হাসান পুতুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক আপেল মাহমুদ, রৌহা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বড়গাড়া যুব কল্যাণ সংঘের সাধারন সম্পাদক মোঃ রিপন তালুকদার সম্মানিত সদস্য মোঃ সুমন তালুকদারসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]