
নেজা ডেস্ক রিপোর্ট :
নেত্রকোণা পৌর শহরের ছোট বাজার এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় শাকিল আহমেদ (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। শাকিল সদর উপজেলার সিংহের বাংলা গ্রামের আবেদ হাসানের ছেলে। সে নেত্রকোণা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা জানায়, শাকিল ও তার বড় ভাই মোটরসাইকেলে পারলা বাসস্ট্যান্ডে যান। এরপর বড় ভাইকে ঢাকা যাবার উদ্দেশ্যে বাসে তুলে দিয়ে শাকিল আবার মোটরসাইকেলে ফিরছিলেন। এমতাবস্থায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ধাক্কায় নিহত হয়। পরে বিকেলে তার নিজ বাড়িতে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের স্বজনদের সাথে কথা বলে আইনিপদক্ষেপ নেওয়া হবে। তবে ঘাতক বাস চালককে আটক করা যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষন করে দ্রুত চালককে আইনের আওতায় নিয়ে হবে বলে জানিয়েছেন তিনি।