নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৪
দিলওয়ার খানঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নেত্রকোণা জেলা পরিষদের অর্থায়নে আবু আব্বাস ডিগ্রি কলেজে জাতিরজনক শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন এবং পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা এড্. অসিত সরকার সজল।
এতে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও আবু আব্বাস ডিগ্রী কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা এড্  আমিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান  নির্বাহী কর্মকর্তা নাইমা খন্দকার, কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ সদস্য নজরুল ইসলাম ফকিরদহ অত্র কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, জেলা যুব রেড ক্রিসেন্ট এর কর্মীবৃন্দ, আবু আব্বাস কলেজ ছাত্রলীগের সভাপতি অপূর্ব অপু এবং  অন্যান্য নেতৃবৃন্দ।